Agricultural Students Association of Rowmari' এর কার্যনির্বাহী কমিটি গঠিত
কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃষি সম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘Agricultural Students Association of Rowmari' এর কার্যনির্বাহী কমিটি-২০২০ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান জাকির (শেকৃবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার আমিন (বাকৃবি) মনোনীত হয়েছেন।
বুধবার (২৭ মে) সংগঠনটির এক সভায় ৪৪ সদস্যবিশিষ্ট ওই কার্যনির্বাহী ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আলমগীর কবির (বাকৃবি) ও মো. নাজিমুদ্দৌলা নয়ন (বাকৃবি), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান (শেকৃবি) ও আরাফাত হোসেন গালিব (বাকৃবি), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ওয়াসীম সৈকত (বাকৃবি), সাজেদুল ইসলাম (হাবিপ্রবি) ও আব্দুল্লাহ আল হাদী (হাবিপ্রবি), দপ্তর সম্পাদক আরিফুজ্জামান আরিফ (হাবিপ্রবি), কোষাধ্যক্ষ ইসমাত জাহান অন্তি (বাকৃবি), ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক খালিদ বিন কাইয়ুম (বাকৃবি), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ (বাকৃবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা (বাকৃবি), কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ (শেকৃবি), শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (শেকৃবি), প্রচার সম্পাদক রবিউল ইসলাম রোকন (হাবিপ্রবি)।
এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম রুবেল (বাকৃবি), কৃষিবিদ মো. জয়বর রহমান (সিকৃবি) ও কৃষিবিদ মাঈদা পারভীন (শেকৃবি)।
কমিটিতে সাধারণ সদস্য হিসেবে আছেন- আয়েশা সিদ্দিকা (বাকৃবি), শামীমা আফরোজ শান্তা (বাকৃবি), মহিউদ্দিন আল মুত্তাকী (বাকৃবি), ফরিদুল ইসলাম ফরিদ (রাবি), সোহানুর রহমান (বশেমুরকৃবি), আশরাফুল ইসলাম ফিরোজ (সিকৃবি), আরিফ হাসান (বশেমুরবিপ্রবি), মো. মারুফ আহমেদ (বাকৃবি), মেহেদী হাসান (সিকৃবি) এবং আরিফুল ইসলাম আরিফ (সিকৃবি)।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।
এছাড়াও উপদেষ্টামন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)- কৃষিবিদ নিলুফার ইয়াসমিন আইরিশ (বিসিএস-কৃষি), কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন স্বাধীন (এডিসি, নওগাঁ), কৃষিবিদ মো. আবু হাসান (প্রিন্সিপাল অফিসার এন্ড ম্যানেজার, অগ্রণী ব্যাংক লিমিটেড, রংপুর), কৃষিবিদ মাসুদুর রহমান (বিসিএস-কৃষি), ডা. মতিন রহমান (এরিয়া ম্যানেজার, কাজী ফার্ম), কৃষিবিদ নাহিদ হাসান (অ্যাসিটেন্ট ম্যানেজার, আড়ং), কৃষিবিদ মো. আসাদুল হক (এটিএস, এসকে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড), কৃষিবিদ মো. মাহমুদুল হাসান আকন্দ (বিসিএস-কৃষি), কৃষিবিদ মো. হাফিজুর রহমান (বিসিএস-মৎস্য), কৃষিবিদ হারুন অর রশিদ (ডেপুটি ম্যানেজার, এজি এগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড), কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জাহিদ (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক), কৃষিবিদ মোছা. মারুফা আক্তার মুন্নি (প্রভাষক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এবং কৃষিবিদ বায়েজিদ হাসান।