বাকৃবিতে নীল দলের আহ্বায়ক কমিটি
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বাকৃবির পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এস. এম. রহমত উল্লাহ, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. উজ্জল কুমার নাথ, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফকির আজমল হুদা, কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক ইমাম এবং একোয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালনার জন্য কাজ করবে এই আহ্বায়ক কমিটি ।